#পল্লীগীতি #Folk_Song #Hamd
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
Original Artist- Abdul Alim
Lyrics & Tune- Shirajul Islam
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)
তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।
তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার উপর দিলে
মাটির মানুষকে সন্মান।।
শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।
#পল্লীগীতি #Folk_Song #Hamd